এটা জাফর ইকবাল বই । ফারিহার গাড়িতে ছোটাচ্চুকে উঠানো হয়েছে। তবে আজকে ছোটাচ্চু বসেছে পেছেনের সিটে। তার চোখ একটা গামছা দিয়ে শক্ত করে বাধা, যেন সে কোনভাবেই দেখতে না পারে। তার একপাশে টুনি অন্য পাশে শান্ত, তারা শক্ত করে ছোটাচ্চুর হাত ধরে রেখেছে যেন ছোটাচ্চু হাত দিয়ে তার চোখের বাঁধন খুলে ফেলতে না পারে। গাড়ির সামনের সিটে ফারিহাপুর পাশে বসেছে ঝুমু খালা। ঝুমু খালা অনেক আপত্তি করেছে কিন্তু কেউ শুনে নাই। সবাই মিলে তাকে আবার মারদানা ম্যাডামের মতো সাজিয়ে দিয়েছে, তার কপালে টিপ আর ঠোঁটে টকটকে লাল লিপস্টিক।